টাইফুন কালমেগি'র তাণ্ডবে ফিলিপিন্সে ২৪০ জনেরও বেশি মৃত ও নিখোঁজ ! জারি হল জরুরি অবস্থা

কেন জারি হল জরুরি অবস্থা ?

author-image
Debjit Biswas
New Update
Cyclone

নিজস্ব সংবাদদাতা : টাইফুন কালমেগি'র (Typhoon Kalmaegi) বিধ্বংসী তাণ্ডবের পর আজ ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সমগ্র দেশেই জরুরি অবস্থা (State of Emergency) ঘোষণা করেছেন। এই বছরের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত এই টাইফুনে অন্তত ২৪১ জন মানুষ নিহত অথবা নিখোঁজ হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

typhoon flooding in Philippines

গতকাল বুধবার (৫ নভেম্বর) এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ চীন সাগরের দিকে সরে যাওয়ার আগে ফিলিপিন্সের মধ্যভাগের  প্রদেশগুলিকে সম্পূর্ণ লন্ডভন্ড করে দেয়। মূলত ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় বেশিরভাগ মৃত্যু ঘটেছে। প্রায় ২০ লাখ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়ে জরুরি আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন।

প্রেসিডেন্ট মার্কোসের এই ঘোষণার ফলে সরকার দ্রুততার সঙ্গে জরুরি তহবিল বিতরণ করতে পারবে এবং ত্রাণ সামগ্রী মজুত করা বা অতিরিক্ত দামে বিক্রি করা বন্ধ করতে পারবে।