/anm-bengali/media/media_files/2024/12/05/OZ5n47PQGBAWcj0gCSN9.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার ভারতের বাণিজ্য নীতির কঠোর সমালোচনা করলেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ফের একবার তিনি ভারতকে "মহারাজা অফ ট্যারিফ" (Maharaja of Tariffs) বলে অভিহিত করলেন।
আজ একটি সাক্ষাৎকারে নাভারো বলেন,"ইউক্রেন আক্রমণের পরপরই ভারতীয় তেল শোধনাগারগুলি রাশিয়ান শোধনাগারগুলির সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। তারা একটি অন্যায্য বাণিজ্যের মাধ্যমে, আমাদের কাছ থেকে লাভবান হয় এবং এরফলে বহু শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়। এরপর তারা সেই টাকা আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনতে ব্যবহার করে এবং রুশরা সেই তেল বিক্রির টাকা অস্ত্র কেনার জন্য ব্যবহার করে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)
এরপর তিনি আরও বলেন, "ভারত একটি আলোচনায় আসছে। তবে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তাদের শুল্ক খুব বেশি।"
উল্লেখ্য,এর আগেও পিটার নাভারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us