নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে টাকার অভাবে মাছ কিনতে পারছে না মানুষ। কিনে খেতে হচ্ছে মাছের কাঁটা। আমিষের চাহিদা পূরণ করাই যেন এখন এক দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জানা গেছে যে ২২৫০০ হাজার কোটি টাকা ছাপিয়েও নাকি সেটা চালু করতে পারছে না ব্যাংক। অথচ ৫ আগষ্টের আগে সব কিছুই ছিলো স্বাভাবিক।
একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এমনই ইঙ্গিত দেওয়া হল। আহম মুস্তফা কামাল নামক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে যেই মুহূর্তে ভাইরাল এবং আলোচনায় উঠে এসেছে। তবে কেউ কেউ দাবি করছে এই ভিডিওটি কিছু বছর আগের।
(ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ)
বাংলাদেশে টাকার অভাবে মাছ কিনতে পারছে না মানুষ!কিনে নিচ্ছে মাছের কাঁটা!আমিষের চাহিদা পূরণ এখন দুরূহ ব্যাপার।২২৫০০ হাজার কোটি টাকা ছাপিয়েও চালু করতে পারছে না ব্যাংক।অথচ ৫ আগষ্টের আগে সব কিছুই ছিলো স্বাভাবিক। pic.twitter.com/r9Utjr0DY3
— আ হ ম মুস্তফা কামাল(লোটাস কামাল) (@LotusKamalMp) December 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us