বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করল পুলিশ!

প্যারিসে তেল জায়ান্টের সমাবেশে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

New Update
ক,জম্বভ

নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের তেল জায়ান্ট টোটাল এনার্জির বার্ষিক সাধারণ সভায় বাধা দেওয়ার চেষ্টারত জলবায়ু বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুক্রবার প্যারিস পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। তিনটি সতর্কবার্তা দেওয়ার পর কর্মকর্তারা প্যারিসের একটি রাস্তায় বসে থাকা কর্মীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন।

বেসরকারী সংস্থাগুলোর জোটের ডাকে কয়েকজন বিক্ষোভকারী ভোর থেকে স্যালে প্লেয়েল ভেন্যুর চারপাশে জড়ো হয়েছিল। বিক্ষোভকারীরা স্লোগান দেয়, 'আমরা শুধু টোটালকে ধাক্কা দিতে চাই' এবং 'এক, দুই ও তিন ডিগ্রি, আমাদের ধন্যবাদ জানানোর মতো টোটাল আছে'।

বিপি এবং শেলের মতো অন্যান্য তেল জায়ান্টদের সাম্প্রতিক বৈঠকেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। বিপি, শেল, এক্সনমোবিল, শেভরন এবং টোটাল এনার্জি এই ত্রৈমাসিকে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি মুনাফা করেছে।