পশ্চিম তীর যেন মৃত্যুপুরী! ফের নিহত ১

ফিলিস্তিনিরা জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এক ব্যক্তিকে হত্যা করেছে।

New Update
 নবভ

File pic

নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুস শহরে ২০ বছর বয়সী খলিল ইয়াহিয়া আনিসকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শহরটিতে কর্মরত সৈন্যরা গুলি বর্ষণ করে এবং পাল্টা গুলি চালায়। গত বছর এক ইসরায়েলি সৈন্যকে হত্যার পেছনে থাকা এক ফিলিস্তিনি নাগরিকের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনারা। ইসরায়েল আক্রমণকারীদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, যা ভবিষ্যতের হামলার বিরুদ্ধে প্রতিরোধক। 

ইসরায়েল ও ফিলিস্তিনিরা কয়েক মাস ধরে সহিংসতায় জর্জরিত, প্রধানত পশ্চিম তীরকে কেন্দ্র করে, যেখানে চলতি বছর প্রায় ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েল বলছে, নিহতদের অধিকাংশ জঙ্গি, কিন্তু পাথর নিক্ষেপকারী তরুণরা আক্রমণের প্রতিবাদ করছে এবং সংঘর্ষে জড়িত নয় এমন অন্যরাও নিহত হয়েছে। চলতি বছরে ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।