BREAKING: গাজায় চলছে ধ্বংসযজ্ঞ ! এবার মোদির সাহায্য চাইলেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

কেন হঠাৎ মোদিকে চিঠি লিখলেন মাহমুদ আব্বাস ?

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলি হামলায় সমগ্র গাজায় এক প্রবল ধ্বংসযজ্ঞ চলছে। আর এসমস্ত কিছুর মাঝেই এবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্য চেয়ে একটি বিশেষ চিঠি লিখলেন দিল্লিতে। এই বিষয়ে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আবু শাওয়েশ জানিয়েছেন,''প্রেসিডেন্ট আব্বাস প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছেন, তিনি ইসরায়েলের সঙ্গে নিজের সুসম্পর্ককে ব্যবহার করে, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে কোনও বাধা যাতে না থাকে, তা নিশ্চিত করেন।'' এদিকে হামাস সংঘর্ষ বন্ধ করার আবেদন জানালেও, ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যে,''হামাস আত্মসমর্পণ না করা পর্যন্ত এবং সকল জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত তাদের সামরিক অভিযান চলবে।''

Gaza