/anm-bengali/media/media_files/ZwBHEKgN82Sk3tJIW6vZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার দুই দেশের লড়াইয়ের আঁচ পড়ল আমেরিকা (America)-তেও। একপ্রকার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে উঠেছে ইজরায়েল (Israel) ও প্যালিস্তান (Pakistan)। দুই দেশই একে অপরের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে দুই দেশের হানাহানির কারণে ইতিমধ্যে বহু মানুষের প্রাণহানি হয়েছে। দুই দেশের পরিস্থিতি দেখে একপ্রকার গোটা বিশ্ব কাঁদছে। এরই মাঝে অশান্ত হয়ে উঠল আমেরিকার রাস্তা। বিগত ৩ দিন ধরে দুই দেশের মধ্যে চলমান হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এদিকে আমেরিকার নিউ ইয়র্কে একপ্রকার মুখোমুখি হলেন ইজরায়েল ও প্যালেস্তাইনের প্রবাসীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের পতাকা হাতে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দুই পক্ষ। শুধু তাই নয়, পতাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দুই পক্ষ হাতাহাতিতে অবধি জড়িয়েছে।
Palestine and Israel supporters clash in the Washington State of US. pic.twitter.com/sOxo7hYmGt
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us