New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার পর যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে ভারত, এই ভয়েই এবার পাক অধিকৃত কাশ্মীরে (POK) যাবতীয় বিমান চলাচল বাতিল করলো পাকিস্তান। এই বিষয়ে জানা যাচ্ছে যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ইতিমধ্যেই লাহোর এবং করাচি থেকে স্কার্দু পর্যন্ত দুটি বিমান, ইসলামাবাদ থেকে স্কার্দু পর্যন্ত দুটি বিমান, এবং ইসলামাবাদ থেকে গিলগিট পর্যন্ত চারটি বিমান বাতিল করেছে।
/anm-bengali/media/media_files/2025/03/15/hNmm5t7bkLskYe28xqox.jpg)
এছাড়াও ভারতের হামলার ভয়ে পাকিস্তান নিজের এয়ারস্পেসকে সবসময় নজরদারিতে রাখার চেষ্টা করছে আর এয়ারস্পেসের সুরক্ষা ব্যবস্থাও অনেকগুন বাড়িয়ে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us