ইরানে হামলা পাকিস্তানের, মিশন 'মার্গ বার সরমাচার', নিহত বহু জঙ্গি

এবার অবশেষে দেশের তরফে হামলার কথা স্বীকার করে নেওয়া হল।

author-image
SWETA MITRA
New Update
iran pakss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইরানে (Iran) হামলা চালিয়েছে পাকিস্তান, অবশেষে তা স্বীকার করে নিল দেশ। এই নিয়ে এবার পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রকের তরফে অফিসিয়াল বিবৃতি জারি করা হল। এই বিবৃতি অনুযায়ী, আজ সকালে পাকিস্তান ইরানের সিস্তান-ও-বেলুচিস্তান (Siestan-o-Baluchistan) প্রদেশে জঙ্গি আস্তানাগুলিকে লক্ষ্য করে নির্ভুল সামরিক হামলা চালিয়েছে। গোয়েন্দা ভিত্তিক অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। আর এই মিশনের কোডনেম 'মার্গ বার সরমাচার'।