এ কী অবস্থা! আটার দাম ৩২০০ টাকা

পাকিস্তানে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে বেঞ্চমার্ক হার। তাও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য দেখে চিন্তায় পড়ে গেছে পাকিস্তানিরা।

New Update
flour2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বর্তমানে পাকিস্তানের বাজারে মূল্যস্ফীতির খোঁচায় পকেট ফুটো হওয়ার মতো অবস্থা পাকিস্তানিদের। জানা গেছে যে সেখানে ২০ কেজি আটার দাম ৩২০০ টাকা। এর অর্থ হল কেজি প্রতি ১৬০ টাকা করে আটা কিনতে হচ্ছে করাচির সাধারণ মানুষকে। ইসলামাবাদে ২০ কেজি আটার দাম একলাফে বৃদ্ধি পেয়েছে ১০৬ টাকা। রাওয়ালপিন্ডিতে দাম বেড়েছে ১৩৩ টাকা। শিয়ালকোটে ২০ কেজির আটার বস্তার দাম বৃদ্ধি পেয়েছে ২০০ টাকা।