BREAKING: চীন পরিচালিত গাদার বন্দরকে নতুন করে গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছে পাকিস্তান !

কি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান ?

author-image
Debjit Biswas
New Update
shahbaz shariff and xi jingpung

নিজস্ব সংবাদদাতা : এবার চীন পরিচালিত গাদার বন্দরকে নতুন করে গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছে পাকিস্তান। পূর্বে এই বন্দরটিকে কার্যকর করার জন্য নানান রকমের আমদানি শর্ত আরোপ করা হলেও,এখনও মোট দেশীয় পণ্য পরিবহনের ২ শতাংশেরও কম পরিবহন পরিচালনা করা হয় এই বন্দরের মাধ্যমে। তাই এই বন্দরকে নতুন করে গুরুত্বপূর্ণ করে তুলতে বেশকিছু নতুন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এক্ষেত্রে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে,এই বন্দর থেকে উপসাগরীয় দেশগুলিতে নতুন শিপিং রুট এবং ফেরি সার্ভিস চালু করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উপসাগরীয় দেশগুলির সঙ্গে পণ্য পরিবহন ও যাত্রী চলাচল বাড়ানো।

china pakistan