BREAKING: অপারেশন সিঁদুরের সময় ধ্বংস হওয়া জঙ্গি শিবির ফের গড়ে তুলছে পাকিস্তান !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গত মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর নিখুঁত সামরিক হামলায় ধ্বংস হয়ে যাওয়া,সমস্ত সন্ত্রাসবাদী পরিকাঠামোগুলি  ফের নতুন করে নির্মাণ করছে পাকিস্তান। বেশকিছু স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিবেদনে এবার এই তথ্যই উঠে এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী, গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) এবং পাকিস্তানী সরকারের পূর্ণ সমর্থনেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ও সংলগ্ন এলাকায় এই জঙ্গি শিবির ও লঞ্চপ্যাডগুলি পুনর্গঠন করা হচ্ছে।

LASHKAR

যে এলাকায় এই পুনর্নির্মাণের কাজ হচ্ছে, তার মধ্যে রয়েছে লুনি, পুটওয়াল, টিপু পোস্ট, জমিল পোস্ট, উমরনওয়ালি, চপরার ফরওয়ার্ড, ছোটা চাক এবং জঙ্গলোরার মতো জায়গাগুলি, যেখানে আগে বেশকিছু জঙ্গি শিবির ছিল।