পাকিস্তানের গোপন খেলোয়াড় চীন! মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এলো বিস্ফোরক তথ্য

চীনের থেকে গোপনে পরমাণু অস্ত্র তৈরির সামগ্রী নিচ্ছে পাকিস্তান! DIA-র রিপোর্টে ফাঁস মারাত্মক তথ্য। টার্গেটে ভারত, বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : ২০২৫ সালের "ওয়ার্ল্ডওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট" রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA)। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান গোপনে ‘Weapons of Mass Destruction’ বা গণবিধ্বংসী অস্ত্র তৈরির সামগ্রী সংগ্রহ করছে এবং এই কাজে চীন তাদের প্রধান সরবরাহকারী।

publive-image

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান মনে করে ভারত তাদের অস্তিত্বের জন্য হুমকি। তাই ভারতের সাধারণ সেনা শক্তির জবাব দিতে পাকিস্তান ‘ব্যাটলফিল্ড নিউক্লিয়ার ওয়েপন’-এর মতো অত্যাধুনিক পরমাণু অস্ত্র তৈরি করছে। পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর মূল অগ্রাধিকার হিসেবে চিহ্নিত হয়েছে—সীমান্তে গোলাগুলি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও বালোচ বিদ্রোহীদের হামলা প্রতিরোধ, এবং পরমাণু শক্তির আধুনিকীকরণ।

এই রিপোর্ট সামনে আসতেই আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।