New Update
/anm-bengali/media/media_files/2025/07/23/pakistan-prime-minister-shehbaz-sharif-and-us-president-elect-donald-trump-095140480-16x9-2025-07-23-11-43-02.webp)
নিজস্ব সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের উপর শুল্কের হার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যারফলে বর্তমানে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন শুল্কের হারের ফায়দা তুলছে পাকিস্তান। ট্রাম্পের এই ঘোষণাকে পাকিস্তান এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই “অন্তরের গভীর কৃতজ্ঞতা” জানিয়েছেন। যদিও মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের আগে, ইসলামাবাদ গত মাসে প্রবর্তিত বিদেশি ডিজিটাল পরিষেবার উপর ৫% কর প্রত্যাহার করে নেয়, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সদিচ্ছার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/22/donald-trump-2025-06-22-09-24-18.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us