BREAKING: অপারেশন সিঁদুরে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল পাকিস্তান ! অবশেষে সত্যি স্বীকার করলেন ইশাক দার

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
operation sindoor

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের অপারেশন সিঁদুর নিয়ে এক বড় স্বীকারোক্তি করলেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার। ভারতের অপারেশন সিঁদুরের ফলে, এক বড়মাপের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল পাকিস্তান, কার্যত একথাই বকলমে স্বীকার করে নিলেন তিনি। সম্প্রতি পাকিস্তানে একটি সাক্ষাৎকারে তিনি বলেন,''৬-৭ মে ভারত ফের পাকিস্তানের ওপর হামলা করতে শুরু করে। আর এইসময় ভারতের মিসাইল,পাকিস্তানের  নূর খান ও শোরকোট এয়ারবেসে আঘাত হেনেছিল।'' এরপর তিনি বলেন,''সৌদি প্রিন্স ফয়সাল বিন সালমান আমাকে  বলেন, যে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে এই কথা জানাতে পারেন যে, পাকিস্তান এই “যুদ্ধ থামাতে প্রস্তুত।” অর্থাৎ পাকিস্তান যে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল,তা এই কথাতেই স্পষ্ট হয়ে যায়। এই ভিডিওটি সম্প্রতি নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেন বিজেপি নেতা অমিত মালব্য। 

INDIA PAKISTAN