মিশন সন্ত্রাসবাদ বিরোধী প্রচার : রাশিয়ায় ভারতীয় বার্তা

ভারতের সন্ত্রাসবিরোধী বার্তা নিয়ে রাশিয়া সফরে কানিমোঝি। বিভিন্ন দেশের সামনে তুলে ধরা হবে ভারতের অবস্থান ও ক্ষতির চিত্র। চলছে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচার অভিযান।

author-image
Debapriya Sarkar
New Update
Operation sindoor

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় সাংসদ কানিমোঝির নেতৃত্বে এক প্রতিনিধি দল রাশিয়া সফরে গেছেন। উদ্দেশ্য—ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান তুলে ধরা এবং 'অপারেশন সিঁদুর' এর প্রচারের মাধ্যমে বিশ্বের সামনে বার্তা পৌঁছে দেওয়া।

Aee

কানিমোঝি বলেন, “রাশিয়া আমাদের কৌশলগত সঙ্গী। ২৬ জনের প্রাণহানির পরে এখনই সময়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান স্পষ্ট করার।”এই সফরের অংশ হিসেবেই ইউরোপের আরও কয়েকটি দেশে যাবে প্রতিনিধি দল।