অপারেশন সিন্ধু, ইরান থেকে ভারতীয়দের যাত্রা শুরু

১৯ জুন ২০২৫ ভোরে নয়াদিল্লিতে পৌঁছাবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gtu4k0tXkAE7uer

File Picture

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রাচ্যের অবস্থা মোটেই ভালো না। এবার ইরান থেকে ফেরানো হচ্ছে ওখানে বসবাসকারী ভারতীয়দের।

এই নিয়ে MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল টুইট করে বলেন, "অপারেশন সিন্ধু শুরু হচ্ছে। ভারত ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অপারেশন সিন্ধু শুরু করেছে। ভারত ১৭ জুন ইরান এবং আর্মেনিয়ায় আমাদের মিশনের তত্ত্বাবধানে উত্তর ইরান থেকে ১১০ জন শিক্ষার্থীকে আর্মেনিয়ায় স্থানান্তরিত করেছে। তারা একটি বিশেষ বিমানে ইয়েরেভান থেকে রওনা হয়েছে এবং ১৯ জুন ২০২৫ ভোরে নয়াদিল্লিতে পৌঁছাবে। ভারত বিদেশে তার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, আর এটাই হচ্ছে তার প্রমাণ"।

Gtu-PiIXcAA9RZy