New Update
/anm-bengali/media/media_files/2025/06/22/donald-trump-2025-06-22-09-24-18.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ইরানে মার্কিন হামলা প্রসঙ্গে মুখ খুললেন আমেরিকার সামরিক প্রধান জেনারেল ড্যান কেইন। তিনি বলেন,''প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা চালিয়েছে। এই সামরিক অভিযানের নাম ছিল "অপারেশন মিডনাইট হ্যামার"। এরপর তিনি আরও বলেন,''এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকাঠামোকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা। এই মিশন অত্যন্ত গোপনীয় ছিল। ওয়াশিংটনে খুব অল্প কয়েকজনই জানতেন এর সঠিক সময় ও গতিপ্রকৃতি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us