চিন্ময়কৃষ্ণ দাসকে ফাঁসাতে আরও এক মামলা বাংলাদেশে- রাষ্ট্রদোহিতার মামলা দুর্বল বলেই কি নতুন মতলব? উঠছে প্রশ্ন

চিন্ময়কৃষ্ণ দাসকে ফাঁসাতে আরও এক মামলা বাংলাদেশে।

author-image
Aniket
New Update
chinmay krishna das

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে আচমকাই ইসকন প্রভু চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদোহিতার মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তবে এবার আরও এক মামলা দায়ের করা হল চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে। আদালতের এক কর্মীর অভিযোগের ভিত্তিতে নতুন মামলা দায়ের করা হয়েছে। ওই কর্মীর দাবি, তিনি আন্দোলনের সময় আহত হন। তবে এখানেই উঠছে প্রশ্ন, আদালতের কর্মী যে দিনের কথা বলছেন, তখন চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশ পুলিশের হেফাজতে ছিলেন। তাহলে তিনি কিভাবে এর সঙ্গে যুক্ত থাকতে পারেন? এছাড়াও তিনি সর্বসম্মুখে শান্তির বার্তাই দিয়েছেন বারবার। ফলে এবার বাংলাদেশ পুলিশের বিরুদ্ধেই উঠে যাচ্ছে প্রশ্ন, চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা দুর্বল বলেই কি নতুন মতলব পুলিশের?