/anm-bengali/media/media_files/2025/08/27/screenshot-2025-08-27-112-pm-2025-08-27-23-40-19.png)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ঘোষণা করলেন, দেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন ওলহা স্তেফানিশিনা। প্রেসিডেন্ট আজ তাঁর নিয়োগ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন।
রাষ্ট্রদূতের পদে দায়িত্ব নিয়ে স্তেফানিশিনার অন্যতম প্রধান কাজ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা-সংক্রান্ত সব চুক্তি বাস্তবায়ন করা। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।
/anm-bengali/media/post_attachments/e94d6b65-9d0.png)
একইসঙ্গে জেলেনস্কি প্রাক্তন রাষ্ট্রদূত অকসানা মার্কারোভার প্রশংসা করেন। তিনি বলেন, “অকসানা পূর্ণমাত্রার যুদ্ধের সমস্ত বছর ধরে ওয়াশিংটনে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন—এটি ছিল অত্যন্ত কঠিন এক মিশন।”
বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতেই কিয়েভ এই পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটনে ইউক্রেনের প্রতিনিধিত্ব এখন কেবল কূটনৈতিক ক্ষেত্রেই নয়, বরং সামরিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
⚡️Olha Stefanishyna has been appointed as Ukraine’s new ambassador to the United States, — President Zelensky announced.
— BLYSKAVKA (@blyskavka_ua) August 27, 2025
Today, the president signed the decree on her appointment. One of her key tasks will be implementing all defense-related agreements with the U.S.
Zelensky… pic.twitter.com/STrrtuWaeE
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us