যুক্তরাষ্ট্রে ধর্মীয় চার্টার স্কুলে করের টাকা নয়: ওকলাহোমার প্রস্তাব আটকে দিল সুপ্রিম কোর্ট

ওকলাহোমার ধর্মীয় চার্টার স্কুলের জন্য করদাতার টাকা বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের বিরল সমান রায়। ধর্ম ও রাষ্ট্রের বিভাজন রক্ষার দৃষ্টান্ত।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : আমেরিকার সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ রায়ে জানিয়ে দিল, করদাতাদের টাকায় ধর্মীয় চার্টার স্কুল চালানো যাবে না।

publive-image

ওকলাহোমা রাজ্যে এই ধরনের প্রথম স্কুল তৈরির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আদালতের ৪-৪ সমান ভোটে রায় পড়ে, ফলে আগের সিদ্ধান্ত বহাল থাকে—যেটি এই উদ্যোগে বাধা দেয়। এই রায়কে ধর্ম ও রাষ্ট্রের বিভাজন রক্ষার দিক থেকে বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।