/anm-bengali/media/media_files/OodlyBjzUGT9ytdbv2ym.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পরেই বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছে। তবে এত কিছুর পরেই সামনে এল হাসিনার পদত্যাগের আসল সত্য।
/anm-bengali/media/post_attachments/e8a64f35efae381c95d14307add1f90fd83c6b49ab524f5457067e4f8199a165.webp?rect=0%2C0%2C578%2C385&auto=format%2Ccompress&fmt=webp&dpr=1.0&format=webp&w=480)
সূত্র মারফত জানা গিয়েছে যে, শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ দাবী করেছেন যে, হাসিনা সরকার পতনে আমেরিকার হাত থাকতে পারে। মনে করা হচ্ছে যে, মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু এর কারণেই বাংলাদেশের সর্বোচ্চ পদ হাতছাড়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/edce7d6b96c4d051247bd2f3980224377d42162fc563fa4c73c83a11559cb51e.webp)
তবে বাংলাদেশের সাথে আমেরিকার প্রকৃত দ্বন্দ্বের কারণ হিসেবে বলা হচ্ছে যে, ভারত, পাকিস্তান ও চিনের মতো দেশের ওপর নজর রাখার জন্য আমেরিকা বাংলাদেশকে কোয়াড আসনের প্রস্তাব দিয়েছিল। তবে, প্রধানমন্ত্রী হাসিনা সেই প্রস্তাব গ্রহণ না করায় শেখ হাসিনার ওপর আমেরিকা এক প্রকার বিরক্ত হয়। এরপরেই বাংলাদেশের ওপরে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে আমেরিকা। যার ফল স্বরূপ, এক সময়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার কারণে, আমেরিকা সেই সুযোগ নিয়ে বসে।
/anm-bengali/media/post_attachments/01a1a8c35e31271af8401c8de1e6d4f0db418fdf045eb7f2c26d6395bb246fca.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। সেই মুহূর্তের ফায়দা তুলেই আমেরিকা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদচ্যুত করেছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us