ন্যাটো নয় ইউক্রেনকে সুরক্ষা দেবে আমেরিকা ! ট্রাম্প-জেলেনস্কি বৈঠকেও আখেরে লাভে রইলেন পুতিন

কি লাভ হল পুতিনের ?

author-image
Debjit Biswas
New Update
trump and putin a

নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনের ন্যাটো সদস্যপদ এবং নিরাপত্তার বিষয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''প্রেসিডেন্ট পুতিনের অনেক আগে থেকেই রাশিয়ায় একটি কথা প্রচলিত ছিল যে রাশিয়া ইউক্রেনকে কখনও ন্যাটোতে ঢুকতে দেবে না। যদিও আমরা এখনও এসব নিয়ে আলোচনা করিনি। তবে আজ আমরা এসব বিষয় নিয়েও আলোচনা করব।"

donald trump

এরপরেই তিনি বলেন,''আমরা ইউক্রেনকে খুব ভালো সুরক্ষা এবং নিরাপত্তা দেব।'' এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প আসলে ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদের বিকল্প হিসেবে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তির ইঙ্গিত দিয়ে রাখলেন।