New Update
/anm-bengali/media/media_files/Ay04jWJfikvsI2lHxqCX.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠেছে পেরু। পেরুর আরেকুইপার আকারিতে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯ ম্যাগনিটিউড। ভূমিকম্পটি অনুভূত হয়েছে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৪ টে বেজে ২২ মিনিটে (স্থানীয় সময় বুধবার রাত ১০ টা বেজে ৫২ মিনিট)। ভূমিকম্পের ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
4.9 magnitude #earthquake. 116 km from Acarí, Arequipa, #Peruhttps://t.co/Dg1o8MSnT5
— Earthquake Alerts (@QuakesToday) June 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us