কিয়েভে এখনো স্থাপন হয়নি একটিও মডুলার শেল্টার

কিয়েভে এখনো স্থাপন হয়নি একটিও মডুলার শেল্টার, অভিযোগ নগর প্রশাসন প্রধানের।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেও কিয়েভে একটিও মডুলার আশ্রয়কেন্দ্র (shelter) তৈরি হয়নি বলে জানালেন কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের (KCMA) প্রধান টাইমুর।

তাঁর অভিযোগ, নগর প্রশাসন এই উদ্যোগটিকে ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না। তিনি জানিয়েছেন, তিনি এই বিষয়টি কিয়েভ ডিফেন্স কাউন্সিলের সভায় উপস্থাপন করছেন এবং প্রস্তাব দিচ্ছেন যেন শহরের বাজেট থেকেই এই প্রকল্পের অর্থায়ন করা হয়। যুদ্ধবিধ্বস্ত কিয়েভে সাধারণ মানুষের নিরাপত্তা ও আশ্রয়ের প্রশ্নে এ ধরনের পদক্ষেপ বিলম্বিত হওয়ায় নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।