নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই রাশিয়াকে কেন্দ্র করে এক বড় দাবি করলেন নরওয়ের গোয়েন্দা প্রধান নিলস আন্দ্রেয়াস স্টেনসেন্স। তিনি বলেন,''রাশিয়া বর্তমানে নরওয়ের জন্য সবচেয়ে বড় হুমকি।'' এরপর প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন,''রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন যে, রাশিয়া সবসময়ই পশ্চিমাদের বিরুদ্ধে একটি নিরন্তর লড়াই লড়ে চলেছে। নরওয়ের উত্তর সীমান্ত বরাবর রাশিয়ার সামরিক উপস্থিতি এবং কার্যকলাপের কারণে এই হুমকির আশঙ্কাও আরও বেড়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/30/putin-aaa-2025-07-30-08-17-00.jpg)
নরওয়ের জন্য সবচেয়ে বড় হুমকি রাশিয়া ! রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই বড় দাবি করলেন নরওয়ের গোয়েন্দা প্রধান
কি বললেন নরওয়ের গোয়েন্দা প্রধান নিলস আন্দ্রেয়াস স্টেনসেন্স ?
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই রাশিয়াকে কেন্দ্র করে এক বড় দাবি করলেন নরওয়ের গোয়েন্দা প্রধান নিলস আন্দ্রেয়াস স্টেনসেন্স। তিনি বলেন,''রাশিয়া বর্তমানে নরওয়ের জন্য সবচেয়ে বড় হুমকি।'' এরপর প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন,''রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন যে, রাশিয়া সবসময়ই পশ্চিমাদের বিরুদ্ধে একটি নিরন্তর লড়াই লড়ে চলেছে। নরওয়ের উত্তর সীমান্ত বরাবর রাশিয়ার সামরিক উপস্থিতি এবং কার্যকলাপের কারণে এই হুমকির আশঙ্কাও আরও বেড়েছে।''