নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় এবার বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদকে এক মন্তব্যে চরমতম অপমান করেছে।
/anm-bengali/media/media_files/9oEQ1wUJyUapkf8WBCYp.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "নোবেল বিজয়ী হলেও মোহাম্মদ ইউনূসকে ফুটবলের মতো লাথি মারছে বিভিন্ন রঙের জিহাদিরা। যে জিহাদি তাকে শেষ লাথি মেরেছিল সে কি বলে তাকে বলা হচ্ছে। তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে কিনা সন্দেহ। খুবই দুঃখজনক ঘটনা!"
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
তথাগত রায়ের এই বক্তব্যে চরমতম শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"নোবেল বিজয়ী হলেও মোহাম্মদ ইউনূসকে ফুটবলের মতো লাথি মারছে"- বাংলাদেশ প্রধানকে নিয়ে এই মুহূর্তের খবর
নোবেল বিজয়ী হলেও মোহাম্মদ ইউনূসকে ফুটবলের মতো লাথি মারছে- কি বলা হল?
File Picture
নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় এবার বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদকে এক মন্তব্যে চরমতম অপমান করেছে।
তিনি ট্যুইট করে বলেছেন, "নোবেল বিজয়ী হলেও মোহাম্মদ ইউনূসকে ফুটবলের মতো লাথি মারছে বিভিন্ন রঙের জিহাদিরা। যে জিহাদি তাকে শেষ লাথি মেরেছিল সে কি বলে তাকে বলা হচ্ছে। তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে কিনা সন্দেহ। খুবই দুঃখজনক ঘটনা!"
তথাগত রায়ের এই বক্তব্যে চরমতম শোরগোল শুরু হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .