নিজস্ব সংবাদদাতা : আজ সকালেই ইরানের একাধিক জায়গায় একসাথে অনেকগুলি হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের পরমাণু ঘাঁটি ও দূরপাল্লার অস্ত্র কেন্দ্রগুলিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল বলে জানায় ইসরায়েল। আর এবার এই বিষয়েই এক বড় বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, “আজ রাতে ইসরায়েল সম্পূর্ণ একক সিদ্ধান্তে ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এতে কোনওভাবেই জড়িত নয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হল,ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।” এরপর রুবিও আরও বলেন,“ইসরায়েল আমাদের জানিয়েছে যে,এই হামলা তাদের আত্মরক্ষার জন্য ভীষণ জরুরি ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়ার জন্য। তবে ইরান যেন এই হামলার পর যুক্তরাষ্ট্রের স্বার্থ বা যুক্তরাষ্ট্রের কর্মীদের কোনওভাবে টার্গেট করার চেষ্টা না করে। এটা আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই।”
/anm-bengali/media/media_files/wnHwKpUGj30lRudbovEt.jpg)
BREAKING: ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই ! ইরান-ইসরায়েল সংঘাতের মাঝেই বড় বার্তা দিলেন মার্কো রুবিও
কি বার্তা দিলেন মার্কো রুবিও ?
নিজস্ব সংবাদদাতা : আজ সকালেই ইরানের একাধিক জায়গায় একসাথে অনেকগুলি হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের পরমাণু ঘাঁটি ও দূরপাল্লার অস্ত্র কেন্দ্রগুলিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল বলে জানায় ইসরায়েল। আর এবার এই বিষয়েই এক বড় বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, “আজ রাতে ইসরায়েল সম্পূর্ণ একক সিদ্ধান্তে ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এতে কোনওভাবেই জড়িত নয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হল,ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।” এরপর রুবিও আরও বলেন,“ইসরায়েল আমাদের জানিয়েছে যে,এই হামলা তাদের আত্মরক্ষার জন্য ভীষণ জরুরি ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়ার জন্য। তবে ইরান যেন এই হামলার পর যুক্তরাষ্ট্রের স্বার্থ বা যুক্তরাষ্ট্রের কর্মীদের কোনওভাবে টার্গেট করার চেষ্টা না করে। এটা আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই।”