BREAKING: বাতিল হল নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ! দেখুন বড় খবর

দেখুন এইমুহূর্তের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ইয়েমেনে, একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক নিমিশা প্রিয়ার সাজা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে ইয়েমেন প্রশাসনের তরফ থেকে। আজ এই বিষয়ে ভারতের গ্র্যান্ড মুফতি কান্থপুরম এপি আবুবকর মুসলিয়ারের দফতর জানিয়েছে, "সানায় অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে পরেই সাময়িকভাবে স্থগিত এই মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এই সিদ্ধান্তে নিমিশার পরিবারের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরেছে।

nimisha kerala nurse