চীনের বিরুদ্ধে ভারতকেই প্রয়োজন আমেরিকার ! এবার নিজের দলেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প

কি বললেন মার্কিন কূটনীতিক নিক্কি হ্যালি ?

author-image
Debjit Biswas
New Update
india usa.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ভারত-আমেরিকার সম্পর্ককে কেন্দ্র করে নিজের দলেই সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে ক্রমশই পরিস্থিতি জটিল হয়ে উঠছে ট্রাম্পের জন্য। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করার জন্য একটি সুস্পষ্ট প্রস্তাব পেশ করেছেন মার্কিন কূটনীতিক নিক্কি হ্যালি। আর ঘটনায় ফের একবার চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রিপাবলিকান পার্টির নেত্রী নিক্কি হ্যালি একটি টুইট বার্তায় লেখেন,"মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে জরুরি কাজ হওয়া উচিত ভারত-আমেরিকা সম্পর্কের এই নিম্নমুখী প্রবণতাকে সম্পূর্ণ উল্টে দেওয়া, যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সরাসরি আলোচনা হওয়া খুবই প্রয়োজন।" এর পাশাপাশি চীনের বিরুদ্ধে ভারতকেই আমেরিকার একান্ত প্রয়োজন এই বিষয়টিও উল্লেখ করেন তিনি। 

donald trump

হ্যালির মতে, বাণিজ্য ও শুল্ক নিয়ে চলতে থাকা নিয়ে মতবিরোধ এবং রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করার মতো কঠিন বিষয়গুলি নিয়ে সরাসরি আলোচনা করা দরকার। তিনি বলেন, "কঠিন বিষয়ের ক্ষেত্রে সরাসরি আলোচনা প্রায়শই একটি গভীর অংশীদারিত্বের লক্ষণ হয়ে ওঠে।"