BREAKING: ভরা সংসদে নিজের নগ্ন ছবি তুলে ধরলেন নিউজিল্যান্ডের সাংসদ ! কারণ জানলে হতবাক হবেন আপনিও

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
DEEPFAKE

নিজস্ব সংবাদদাতা: ডিপফেইক (DEEPFAKE) প্রযুক্তির সহজলভ্যতা এবং এর ভয়াবহ প্রভাব, সকলের সামনে তুলে ধরার জন্য, গত মাসে নিউজিল্যান্ড পার্লামেন্টে নিজেরই একটি এআই (AI)-নির্মিত নগ্ন ছবি ভরা সংসদে,সকলের সামনে প্রদর্শন করেন এমপি লরা ম্যাকক্লুর। গত ১৪ই মে সংসদে চলা এক বিতর্কের সময় এসিটি (ACT) পার্টির এই সদস্য জানান, মাত্র কয়েক মিনিটেই তিনি একটি ওয়েবসাইট ব্যবহার করে নিজের একাধিক ভুয়ো নগ্ন ছবি তৈরি করতে সক্ষম হয়েছেন। “এই ছবিটি আমার নগ্ন ছবি, কিন্তু এটি আসল নয়।”—সংসদে দাঁড়িয়ে বলেন ম্যাকক্লুর। তিনি আরও জানান যে,“মাত্র পাঁচ মিনিটেরও কম সময়ে আমি নিজের একাধিক ডিপফেইক (DEEPFAKE) ছবি বানিয়েছি।” পরবর্তীতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি সংসদের বাকি সদস্যদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে এআই (AI) অপব্যবহার কতটা মারাত্মক হতে পারে। বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে এই প্রযুক্তির অপব্যবহার সমাজে খুবই বাজে প্রভাব ফেলতে পারে।”

DEEPFAKE