নিউ ইয়র্কের রেস্তোরাঁয় এলোপাথাড়ি গুলি চালালো একদল বন্দুকধারী ! নিহত ৩,আহত ১১

কি ঘটলো নিউ ইয়র্কে ?

author-image
Debjit Biswas
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার ভোরবেলায় নিউ ইয়র্কের, ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় একদল বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে অন্তত ৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। মূলত ব্রুকলিনের ক্রাউন হাইটসের ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত, 'টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ'-এ আজ স্থানীয় সময় ভোর ৩:৩০ মিনিট নাগাদ এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত ৩ ব্যক্তিই হলেন পুরুষ, যাদের বয়স ২৭ থেকে ৩৫-এর মধ্যে। এই বিষয়ে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বাকি ১১ জন আহত ব্যক্তিকেই স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে এবং তাদের আঘাত খুব একটা গুরুতর নয়। তিনি আরও বলেন,''একাধিকবার ৯১১ কল আসার পর পুলিশ আধিকারিকরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে ২১ থেকে ৬১ বছর বয়সী ১১ জন গুলিবিদ্ধ ব্যক্তিকে তারা উদ্ধার করেন।'' এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি, যদিও তদন্তকারীরা মনে করছেন একজন নয় বরং একাধিক বন্দুকবাজ এই ঘটনায় জড়িত ছিল।

gun