আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ফের সংসদ নির্বাচন- সরকারের তরফে জানানো হল

বাংলাদেশের রাজনীতিতে নয়া ঘোষণা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c6506506-f950-405b-8495-e42e349d955e

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার  প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তন ভিপি নুরুল হক নুর এবং দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, নুরুল হক নুর অসুস্থ, ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। তার দলের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। এই ঘটনার ওপর একটি বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টারমস অব রেফারেন্স এবং আরও কোনও সদস্য থাকবে কিনা সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সমস্ত বিষয় তদন্ত কমিটি খতিয়ে দেখবে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।