ইউক্রেনকে ৫০০ মিলিয়ন ইউরোর মার্কিন অস্ত্র উপহার দেবে নেদারল্যান্ডস ! বড় তথ্য দিলেন ডাচ প্রতিরক্ষামন্ত্রী

কেন এই সিদ্ধান্ত নিল নেদারল্যান্ডস ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ের জন্য এবার ইউক্রেনকে ৫০০ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করার ঘোষণা করলো নেদারল্যান্ডস। এই প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে। আজ ডাচ প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যান্স নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ব্রেকেলম্যান্স জানিয়েছেন, এই সহায়তার মূল উদ্দেশ্য হল ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের এবং ইউরোপের বাকি অংশকে রক্ষা করতে সাহায্য করা।

missile attack srinagar

 তিনি তার এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, "ইউক্রেনের এখন আরও বেশি বিমান প্রতিরক্ষা এবং গোলাবারুদ প্রয়োজন। তাই ন্যাটো জোটের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস ৫০০ মিলিয়ন ইউরোর একটি মার্কিন অস্ত্র প্যাকেজ দেবে ইউক্রেনকে (যার মধ্যে প্যাট্রিয়ট যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত)।"