/anm-bengali/media/media_files/zoXrz2g32fEiWjRGmxRw.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার ওপর ইসরায়েল সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তবে সরাসরি শাসনের কোনও ইচ্ছা নেই। যুদ্ধের ২২ মাস পার হওয়ার পর বুধবার রাতে একটি নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, “আমরা গাজাকে হামাসমুক্ত করব এবং সেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করব, তবে সেখানে আমরা শাসন করব না।” এই ঘোষণার প্রেক্ষিতে ইসরায়েলের সামরিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা স্পষ্ট হয়েছে। গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আন্তর্জাতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Prime Minister Benjamin Netanyahu said Israel plans to take full control of Gaza but does not intend to govern it, as he convened his security cabinet to discuss updated plans 22 months into the war https://t.co/2mrgyVcVM5
— AFP News Agency (@AFP) August 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us