/anm-bengali/media/media_files/zoXrz2g32fEiWjRGmxRw.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের নির ওজ কিবুৎজে বৃহস্পতিবার সফর করলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে দাঁড়িয়ে তিনি অঙ্গীকার করেন, “আমরা আমাদের সব অপহৃত নাগরিককে ঘরে ফিরিয়ে আনব।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এই কিবুৎজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বহু বাসিন্দা নিহত ও অপহৃত হন। এখনও বেশ কয়েকজন ইসরায়েলি গাজায় বন্দি অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
নেতানিয়াহু বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা থামব না, যতক্ষণ না শেষ অপহৃত নাগরিকটিও ঘরে ফিরছে।”
এই সফর এমন সময়ে হল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এবং ইসরায়েল তাতে সম্মতি জানিয়েছে। বন্দি মুক্তির সম্ভাবনায় নতুন আশার আলো দেখছেন অনেকেই।
এখন দেখার বিষয়, এই শান্তি প্রচেষ্টা বাস্তব রূপ পায় কি না।
#BREAKING Israel PM Netanyahu vows to bring all hostages home, on visit to Hamas-attacked kibbutz pic.twitter.com/YooRA64sik
— AFP News Agency (@AFP) July 3, 2025