সব বন্দিদের ফিরিয়ে আনার অঙ্গীকার নেতানিয়াহুর

সব বন্দিদের ফিরিয়ে আনার অঙ্গীকার নেতানিয়াহুর, হামাস আক্রান্ত কিবুৎজে সফর ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

author-image
Aniket
New Update
Benjamin Netanyahu

File Picture

নিজস্ব সংবাদদাতা: হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের নির ওজ কিবুৎজে বৃহস্পতিবার সফর করলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে দাঁড়িয়ে তিনি অঙ্গীকার করেন, “আমরা আমাদের সব অপহৃত নাগরিককে ঘরে ফিরিয়ে আনব।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এই কিবুৎজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বহু বাসিন্দা নিহত ও অপহৃত হন। এখনও বেশ কয়েকজন ইসরায়েলি গাজায় বন্দি অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

Netanyahu says 'opportunities have opened up' to free hostages, as Trump  demands Gaza 'deal' | CNN

নেতানিয়াহু বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা থামব না, যতক্ষণ না শেষ অপহৃত নাগরিকটিও ঘরে ফিরছে।”

এই সফর এমন সময়ে হল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এবং ইসরায়েল তাতে সম্মতি জানিয়েছে। বন্দি মুক্তির সম্ভাবনায় নতুন আশার আলো দেখছেন অনেকেই।

এখন দেখার বিষয়, এই শান্তি প্রচেষ্টা বাস্তব রূপ পায় কি না।