/anm-bengali/media/post_banners/ejyu7EHDsUxhrRF0sEQw.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরও এক দফা আলোচনা করবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরান ও ফিলিস্তিন ইস্যুতে মতবিনিময় হতে পারে।
/anm-bengali/media/post_banners/A6bbD2mkszgJkbrCo8YA.jpg)
নেতানিয়াহুর এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এটি দুই মিত্র দেশের মধ্যে নীতিগত অবস্থান আরও পরিষ্কার করতে সহায়তা করতে পারে।
BREAKING: Israeli Prime Minister Benjamin Netanyahu is to visit Washington on Monday for further talks with US President Donald Trump.https://t.co/C1BpMN8Yit
— Sky News (@SkyNews) April 5, 2025
📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/PKUcq5tjr9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us