ট্রাম্পের বন্ধুত্ব অতুলনীয় ! মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন নেতানিয়াহু

কি বললেন নেতানিয়াহু ?

author-image
Debjit Biswas
New Update
Netanyahu trump

নিজস্ব সংবাদদাতা : মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ইসরায়েল সফরকে স্বাগত জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন,''মাত্র কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঐতিহাসিক ইসরায়েল সফর সম্পন্ন হল। যা আমাদের দেশের ইতিহাসে খোদাই করা থাকবে। আমরা সৌভাগ্যবান যে আজ আমরা এরমধ্যেই মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সাক্ষাৎ পেলাম।"

donald trump

এরপর তিনি বলেন,''গত এক বছরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক অতুলনীয় জোট এবং অংশীদারিত্ব উপভোগ করেছি। এই বন্ধুত্ব  মধ্যপ্রাচ্যকে বদলে দিচ্ছে এবং বিশ্বকেও বদলে দিচ্ছে। এককথায় ট্রাম্পের বন্ধুত্ব অতুলনীয়।"