/anm-bengali/media/media_files/XyC3EcQksdEhb4TlX7QD.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বিধ্বস্ত নেপালকে দেখতে সকাল সকালই ঘটনাস্থলে উড়ে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড। দেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করবেন তিনি।
যা জানা যাচ্ছে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড চিকিৎসক ও সাহায্য সামগ্রী নিয়ে ভূমিকম্প-আক্রান্ত এলাকায় উড়ে গেছেন।
#UPDATE | Nepal PM Pushpa Kamal Dahal ‘Prachanda’ flies to earthquake-affected area along with doctors and aid materials: PMO
— ANI (@ANI) November 4, 2023
গত রাতে নেপালে জোরালো কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা এতোটায় ছিল যে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, এমনকি কলকাতাতেও অনুভূত হয় সেই কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যে আরও বাড়বে তা আশঙ্কা করছেন খোদ প্রধানমন্ত্রীও।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us