বিভীষিকা নেপাল, তড়িঘড়ি এলেন প্রধানমন্ত্রী

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) এবং উত্তর ভারতের অন্যান্য অংশে কম্পন অনুভূত হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
42167a2f-8dd7-40da-b93b-9c16db84f054.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল (Nepal)। এদিকে নেপালেরপ্রধানমন্ত্রীপুষ্পকমলদহালপ্রচণ্ডজাজারকোটে (Jajarkot) পৌঁছেছেনএবংগতরাতেভূমিকম্পেক্ষতিগ্রস্তদেরসাথেদেখাকরেছেন। মার্কিনভূতাত্ত্বিকজরিপসংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবাররাতেনেপালেদশমিকমাত্রারশক্তিশালীভূমিকম্পআঘাতহেনেছে।এইভূমিকম্পেবহু মানুষের মৃত্যুরখবরপাওয়াগেছে।