জ্বলছে নেপাল, পরিস্থিতির কথা বললেন অবসরপ্রাপ্ত কর্নেল

'পুলিশের কাছে এসেছিলাম কিন্তু আমাকে মারধর করে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nepal protest

File Picture

নিজস্ব সংবাদদাতা: নেপালের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মাধব সুন্দর খাড়গা। এদিন তিনি বলেন, "আমিও ৬ মাস ধরে দুর্নীতির বিরুদ্ধে মেগা অভিযানে কাজ করছিলাম। গতকাল আমার ছেলে আমার সাথে ছিল। আমি আমার বাড়ির কাছে অন্য একটি এলাকায় ছিলাম। আমি তাকে তিনবার ফোন করেছিলাম, সে ফোন ধরেনি। বিকেল ৪টার পর ফোন বন্ধ ছিল। তারপর আমি এখানে আসি। আমি পুলিশের কাছে এসেছিলাম কিন্তু তারা আমাকে মারধর করে। আমি চাই রাষ্ট্রপতি এই সরকার ভেঙে দিন"।