‘হত্যাকারী সরকার’, নেপালে কান পাতলে শোনা যাচ্ছে একটাই কথা!

"এই প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে", এমনই দাবি বিক্ষোভকারীদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Nepal_Protest_31989-b09f9

File Picture

নিজস্ব সংবাদদাতা: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের দাবিতে ছাত্র-নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভের সাক্ষী হয়ে উঠলো বাঁকে এলাকা।

"এই প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে", এমনই দাবি বিক্ষোভকারীদের। একজন বিক্ষোভকারী 'হত্যাকারী সরকার' লেখা প্ল্যাকার্ড তুলে এদিন এমনই দাবি করেন।