পাকিস্তানে মৃত্যু প্রায় ৪০০ মানুষের

পাকিস্তানে মৌসুমি বন্যায় মৃত্যু প্রায় ৪০০, ত্রাণ ও উদ্ধারকাজ জারি।

author-image
Aniket
New Update
pakistan floods

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের উত্তরাঞ্চলে টানা পাঁচ দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪০০-তে পৌঁছেছে। এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মী ও স্থানীয়রা একসঙ্গে তল্লাশি চালাচ্ছেন।

আধিকারিক সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণের জেরে বহু গ্রাম প্লাবিত হয়েছে, ভেঙে পড়েছে সেতু ও ঘরবাড়ি। রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

পাকিস্তানের আবহাওয়া দফতর সতর্ক করেছে, বৃষ্টি অন্তত সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।