BREAKING: ডিফেন্স বাজেট বাড়াতে চলেছে ন্যাটো ! রাজি নয় স্পেন, বেলজিয়ামসহ একাধিক দেশ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ২০৩৫ সালের মধ্যে প্রতিটি দেশকেই তাদের মোট জিডিপির (GDP) ৫% প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে খরচ করতে হবে, এবার এমনই একটি সিদ্ধান্তে প্রায় একমত হলেন ন্যাটোর শীর্ষ নেতারা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩২টি সদস্য দেশের নেতারা চূড়ান্ত বিবৃতিতে বলেন, “আমরা আমাদের নিজ নিজ ও যৌথ প্রতিরক্ষার দায়িত্ব পূরণের জন্য ২০৩৫ সালের মধ্যে প্রতি বছর জিডিপির (GDP)-র ৫% প্রতিরক্ষা ব্যয়ে খরচ করার অঙ্গীকার করছি।” এরপর ন্যাটোর শীর্ষ নেতারা আবারও জোর দিয়ে বলেছেন, “একজন সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো ন্যাটো জোটের ওপর আক্রমণ” ন্যাটোর এই প্রতিশ্রুতি অটুট থাকবে। যদিও এই বিষয়ে কিছু দেশ প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে। যেমন স্পেন আগেই জানিয়েছে, তারা ২০৩৫ সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে পারবে না, একে "অবাস্তব" দাবি করা হয়েছে। বেলজিয়াম-ও লক্ষ্যমাত্রা পূরণে সংশয় প্রকাশ করেছে। আর স্লোভাকিয়া বলেছে, তারা তাদের প্রতিরক্ষা ব্যয় নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করবে।

israel defence.jpg