New Update
/anm-bengali/media/media_files/yxOYvZXczS4Pj5Lpn4OW.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামী ২০২৬ সালে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। ৭ ও ৮ জুলাই বেস্টেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এই শীর্ষ বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়েছে ন্যাটো।
এটি হবে দ্বিতীয়বার, যখন তুরস্ক ন্যাটো সম্মেলনের আয়োজন করছে। এর আগে ২০০৪ সালে ইস্তাম্বুলে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
কূটনৈতিক মহল মনে করছে, আঙ্কারায় আসন্ন বৈঠক ন্যাটোর কৌশলগত পরিকল্পনা, প্রতিরক্ষা সহযোগিতা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।
⚡️The NATO Summit in 2026 will take place on July 7–8 in Ankara, at the Beştepe Presidential Complex.
— BLYSKAVKA (@blyskavka_ua) August 19, 2025
This will be the second time Turkey hosts the Alliance summit — the first such event was held in Istanbul in 2004.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us