ন্যাটো মহাসচিব রুট্টের ঘোষণা: “আকাশসীমা লঙ্ঘন করলে রুশ বিমান গুলি করে নামানো হবে”

ন্যাটো মহাসচিব রুট্টের ঘোষণা।

author-image
Aniket
New Update
G1uHZZ5WUAII8W9

নিজস্ব সংবাদদাতা: ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে জানিয়েছেন, রুশ বিমান যদি জোটের আকাশসীমা লঙ্ঘন করে, তবে তা গুলি করে নামানোর বিষয়ে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেন।

রুট্টে জোর দিয়ে বলেন, ন্যাটোর সেনারা বহু বছর ধরে এমন পরিস্থিতি মোকাবিলা করে আসছে— রুশ বিমানকে আটকে রাখা ও এগুলোকে এসকর্ট করার অভিজ্ঞতা তাদের রয়েছে। তিনি সতর্ক করে দেন, প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।