New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আরও একবার স্থগিত করা হল নাসা (NASA), অ্যাক্সিয়ম স্পেস ও স্পেসএক্স (SPACEX)-এর যৌথ মিশন, অ্যাক্সিয়ম মিশন-৪। ২২শে জুন এই মিশনটি উৎক্ষেপণ করার কথা থাকলেও, আপাতত কিছু কারণের জন্য ফের একবার এই মিশনটি স্থগিত করা হল। আজ এই বিষয়ে নাসার (NASA) তরফ থেকে জানানো হয়েছে যে, ''আগামী ২২ জুন, রবিবার এই মিশনটি উৎক্ষেপণ করার কথা থাকলেও,তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।'' মূলত উৎক্ষেপণের প্রস্তুতি ও আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখেই,পরবর্তী উৎক্ষেপণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us