NASA-র ভবিষ্যৎ কর্তা কে? এলন মাস্কের ঘনিষ্ঠ এই বিলিয়নেয়ারের নাম ঘিরে চমক

NASA-র ভবিষ্যৎ প্রধান হিসেবে মনোনীত হয়েছেন এলন মাস্কের ঘনিষ্ঠ ও Shift4-এর প্রতিষ্ঠাতা জ্যারেড আইজ্যাকম্যান। দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন স্পেসএক্সে চড়ে। পড়ুন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
Nasa

নিজস্ব সংবাদদাতা : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র ভবিষ্যৎ প্রধান হিসেবে নাম উঠে এসেছে বিলিয়নেয়ার জ্যারেড আইজ্যাকম্যানের। পেমেন্ট প্ল্যাটফর্ম সংস্থা Shift4-এর প্রতিষ্ঠাতা এই ব্যবসায়ী আগে থেকেই পরিচিত মুখ মহাকাশ দুনিয়ায়। এলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর—তিনি নিজে দু’বার ব্যক্তিগত অর্থে স্পেসএক্সে চড়ে মহাকাশে গিয়েছেন।

nasaaa

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে NASA-র প্রধান হিসেবে মনোনীত করেছেন। সেনেটের কমার্স কমিটিতে তাঁর নাম পাসও হয়ে গেছে, এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। এই আবহেই আজ স্পেসএক্সের একটি গুরুত্বপূর্ণ টেস্ট ফ্লাইট অনুষ্ঠিত হয়েছে। সেই সফল ফ্লাইট নিয়ে আইজ্যাকম্যান প্রতিক্রিয়া জানিয়েছেন X-এ (যেটির মালিক এলন মাস্ক)। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই ধরনের সাফল্য ভবিষ্যতের মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Trump

NASA-র সম্ভাব্য ভবিষ্যৎ প্রধান হিসেবে আইজ্যাকম্যানের এই মন্তব্য এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে যখন তাঁর সঙ্গে মাস্ক ও স্পেসএক্সের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ।