New Update
/anm-bengali/media/media_files/SQkIyXY9vX0VotgixIr0.jpg)
নিজস্ব সংবাদদাতা : নিজের দুই দিনের জাপান সফর কর্মসূচির সূচনা করতে এবার টোকিওতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই সফরের মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে বিদ্যমান উন্নয়নমূলক সহযোগিতাকে আরও জোরদার করা এবং নতুন নতুন ক্ষেত্রে অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজের টুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, "টোকিওতে অবতরণ করলাম। ভারত ও জাপান তাদের উন্নয়নমূলক সহযোগিতাকে আরও জোরদার করার চেষ্টা করছে। এই সফরে আমি প্রধানমন্ত্রী ইশিবা এবং অন্যদের সঙ্গে নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আগ্রহী। এই সফর বর্তমান অংশীদারিত্বকে আরও গভীর করার এবং নতুন সহযোগিতার পথ অন্বেষণ করার দারুন সুযোগ তৈরী করে দেবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us