/anm-bengali/media/media_files/2025/07/07/gvq_x-wwcaa51pu-2025-07-07-22-01-03.jpeg)
BOLIVIA
নিজস্ব সংবাদদাতা : আজ বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবের্তো আর্সে কাতাকোরার সঙ্গে এক বড়মাপের বৈঠক করলেন ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদি। এরপর নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এক টুইট বার্তায় তিনি জানান,''বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবের্তো আর্সে কাতাকোরার সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক হল। লাতিন আমেরিকায়, বলিভিয়া আমাদের এক মূল্যবান অংশীদার এবং সাম্প্রতিক বছরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক মজবুত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ বাড়ানো ও বৈচিত্র আনার প্রয়োজনীয়তা নিয়ে আজ আমরা বিশদে আলোচনা করেছি। ডিজিটাল প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, স্বাস্থ্যক্ষেত্র, মহাকাশ সহ অন্যান্য নানান ক্ষেত্রে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে কথাবার্তাও হয়েছে। বলিভিয়ার স্বাধীনতার ২০০ বছর পূর্তির মতো এক ঐতিহাসিক উপলক্ষ্যে আমার শুভেচ্ছাও জানিয়েছি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/07/gvq_wbpwyaamuqz-2025-07-07-22-00-51.jpeg)
PM Narendra Modi tweets, "Had a fruitful meeting with the President of Bolivia, Luis Alberto Arce Catacora. Bolivia is a valued partner in Latin America and in the recent years, our bilateral ties have become much stronger. We talked about the need for improving and diversifying… pic.twitter.com/keVpwxyA00
— ANI (@ANI) July 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us